যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, বিমানের ৫ কর্মী গ্রেপ্তার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিমানের ছয় কর্মীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের ৫ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান। একজন এখনো পলাতক।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রী তার লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা চুরি হয়েছে বলে লিখিত অভিযোগ করেন।

এরপর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে বিমান।

বিমানের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, 'চেন্নাই পৌঁছে ওই যাত্রী তার চেকড লাগেজে থাকা বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করলে বিমানের নিরাপত্তা বিভাগ প্রাথমিক তদন্ত করে। তারা ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেলপারকে চিহ্নিত করে।'

জিজ্ঞাসাবাদে ট্রাফিক হেলপাররা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিমানের নিরাপত্তা বিভাগ ঢাকার বিমানবন্দর থানায় মামলা করে। মামলার পর ৬ জনের মধ্যে ৫ জনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পালিয়ে যায়। 

বোসরা ইসলাম বলেন, 'এ ঘটনার পেছনে যারা আছে তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষীদের আইনের আওতায় নেওয়া হবে। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে।'

যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিমান জানায়, আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের চেকড ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও অলংকারাদি পরিবহনে নিরুৎসাহিত করে। এসব সামগ্রী হ্যান্ড ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানায় তারা।

Comments

The Daily Star  | English

Northern region drying up amid freshwater loss

Freshwater, both surface and groundwater, from northern Bangladesh has been declining steadily for the past two decades, reveals a new global study.

9h ago