বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট ১ ফেব্রুয়ারি থেকে সাময়িক বন্ধ

বিমানের ফ্লাইট
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ১ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, উড়োজাহাজ ঘাটতি, আসন্ন হজ, রক্ষণাবেক্ষণসহ বেশ কিছু কারণে বিমানের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিকল্প হিসেবে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে টিকিট বুক করা যাত্রীদের জন্য বিদ্যমান নীতিমালা অনুযায়ী পৃথক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিমান।

এর মধ্যে ভ্রমণের তারিখ বদলে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ভ্রমণ এবং টিকিট ফেরত দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

বিমান জানায়, পরবর্তীতে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে ফ্লাইট শুরুর সিদ্ধান্ত হলে যাত্রীদের যথাসময়ে জানানো হবে।

২০২১ সালে বিমান এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা শুরু করে।

এই রুটটি স্থগিত করায় যুক্তরাজ্যে বসবাসরত ও নিয়মিত ভ্রমণকারী বাংলাদেশিরা বিশেষ করে সিলেটের সঙ্গে সরাসরি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ইতোমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে, ৭৩ দিন স্থগিত থাকার পর ২০২৫ সালের জুলাই মাসে সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট শুরু করেছিল বিমান।

২০২৫ সালে নিরবচ্ছিন্ন হজ ফ্লাইট পরিচালনা নিশ্চিত করতে বিমান ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এই রুটে ফ্লাইট স্থগিত রেখেছিল।

বিমানের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে যা ২১টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে।

Comments

The Daily Star  | English