কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে চুরির অভিযোগ

অফিসের পেছনের দিকে জানালার গ্রিল ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের একটি শাখা থেকে ৫ লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার আলাউদ্দিন নগরে এজেন্ট ব্যাংকিংয়ের ওই শাখায় মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ ব্যাংকিং এজেন্টের।

ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এজেন্ট ব্যাংকিং শাখার মালিক হারুন আর রশিদের অভিযোগ, আজ বুধবার সকালে অফিসে গিয়ে তারা দেখতে পান ব্যাংকের টাকা চুরি হয়েছে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় অফিসের স্টাফরা সবকিছু ঠিকঠাক করে রেখে বাসায় চলে যায়। আজ সকালে অফিসে এসে তারা সবকিছু অগোছালো দেখতে পায়। পরে দেখা যায়, লোহার বাক্স ভেঙে ৫ লাখ ২৩ হাজার ৬৮৪ টাকা নিয়ে গেছে চোর।'

তিনি বলেন, 'অফিসের পেছনের দিকে জানালার গ্রিল ভাঙা অবস্থায় পাওয়া গেছে। অফিসের সিসিটিভির হার্ডডিস্কও হারিয়ে গেছে।'

এ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির যেসব নমুনা পাওয়া গেছে, তা নিয়ে কিছুটা সন্দেহ আছে। তারপরও যাচাই করে দেখছি।'

 

Comments

The Daily Star  | English

No barrier to Tarique Rahman’s return, says home adviser

The adviser urged journalists not to publish partial quotes

55m ago