দুই দিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা রোববার সকালে বাংলাদেশে আসেন। ছবি: ইউএনবি

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের করতে আজ রোববার সকালে ঢাকায় পৌঁছেছেন।

দক্ষিণ আমেরিকার প্রভাবশালী দেশটির পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সোমবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাউরো ভিয়েরাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন ব্রাজিলের এই মন্ত্রী।

আজ বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকের পর দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতা বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উভয় পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকের ফলাফল নিয়ে যৌথভাবে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সফরকালীন আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রোববার সন্ধ্যায় হাছান মাহমুদ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।

সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। সকাল ১০টায় শুরু হবে বৈঠক।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মাউরো ভিয়েরা গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করবেন।

সোমবার বিকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর বর্তমান চেয়ারম্যান হিসেবে জি-২০-তে ব্রাজিলের অগ্রাধিকারের ক্ষেত্রগুলো নিয়ে তার একটি বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। বিকাল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

ব্রাজিল বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে আগ্রহী, যার দাম পড়বে প্রায় ৫০০ টাকা প্রতি কেজি।

ব্রাজিলের রপ্তানি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১২৬টি দেশে গরুর মাংস বিক্রি করেছে দক্ষিণ আমেরিকার দেশটি। চীন ও হংকং ব্রাজিলের গরুর মাংস রপ্তানির জন্য শীর্ষ দুটি গন্তব্য হিসেবে অব্যাহত রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

Comments

The Daily Star  | English
Women in July uprising

The unfinished revolution for women's political rights

Post-uprising women were expected to play central role in policymaking, which did not happen.

8h ago