ছবিতে ঈদের সকাল

বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাতে অংশ নেওয়ার পর ঈদের শুভেচ্ছা জানাচ্ছে দুই শিশু। ছবি: প্রবীর দাশ/ স্টার

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ।

এক মাস সিয়াম সাধনার পর আজ বৃহস্পতিবার ঈদ উদযাপন করছে দেশের মানুষ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। ছবি: প্রবীর দাশ/ স্টার

সকালে বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টার জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ভোর থেকেই আসতে শুরু করেন।

ঈদের নামাজের পর মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ছবি: প্রবীর দাশ/ স্টার

নামাজের পর দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

এরপর একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।

এদিকে, জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। জামাতে অংশ নিতে সকাল থেকেই ব্যাপক ভিড় হয় ঈদগাহে।

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। তবে তার অনেক আগে থেকেই মুসল্লিরা সেখানে জড়ো হন। ছবি: প্রবীর দাশ/ স্টার
জাতীয় ঈদগাহে নারীদের জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। ছবি: প্রবীর দাশ/ স্টার

সব ধরনের শ্রেণি-পেশা-আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি সবাই নামাজ আদায় করেন।

ছবি: প্রবীর দাশ/ স্টার

বাবা-মা তাদের সন্তানদের নিয়ে ঈদের জামাতে অংশ নিতে আসেন।

নামাজের পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে কোলাকুলি করছেন মুসল্লিরা। ছবি: প্রবীর দাশ/ স্টার

এসময় বায়তুল মোকাররমের সামনে থেকে ছোট ছেলেমেয়েদের জন্য বেলুন কিনে দেন অনেকে।

ঈদের নামাজের পর বাচ্চাদের রঙিন বেলুন কিনে দেন বাবারা। ছবি: আনিসুর রহমান/ স্টার

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

22m ago