ধ্রুব এষ হাসপাতালে চিকিৎসাধীন, ‘ভালো আছেন’

ধ্রুব এষ
প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত শিল্পী ধ্রুব এষ শঙ্কামুক্ত আছেন। 

সাংবাদিক ও শিশু সাহিত্যিক মাহবুব রেজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আইসিইউতে ধ্রুব এষের সঙ্গে দেখা করেছেন জানিয়ে বলেন, 'ধ্রুব এষ অনেকটাই ভালো আছেন, চিকিৎসকরা জানিয়েছেন শঙ্কার কিছু নেই। আগামী ২-৩ দিন বিশ্রামে থাকতে হবে।'

তিনি বলেন, 'তার নিউমোনিয়া হয়েছিল। চিকিৎসকরা চিন্তা করার মতো কিছু পাননি।'

তবে চিকিৎসকরা হাসপাতালে শুভাকাঙ্ক্ষী ও দর্শনার্থীদের ভিড় করতে নিষেধ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার রাত থেকে অসুস্থতা বোধ করেন ধ্রুব এষ। পরে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায়, পরে কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

Comments

The Daily Star  | English

LPG prices soar on artificial scarcity

Traders call indefinite strike for higher distribution charges

9h ago