অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা আটক

আটককৃত পাঁচ রোহিঙ্গা এবং উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও নগদ অর্থ। ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার আশ্রয় শিবির থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আজ রোববার ভোররাতে উখিয়া উপজেলার কুতুপালং ২ (পশ্চিম) নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।

আটককৃতরা হলেন—উখিয়া উপজেলার কুতুপালং ২ (পশ্চিম) নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২), সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) এবং এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)।

পুলিশ জানায়, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য।

মোহাম্মদ ইকবাল বলেন, 'গোপন খবরের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায় এবং সন্দেহজনক ঘরটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।'

তিনি বলেন, 'আটককৃতদের শরীর ও ঘর তল্লাশি করে পাঁচটি বিদেশি পিস্তল, দুটি দেশিয় বন্দুক ও ১৮ রাউন্ড গুলি পাওয়া যায়।'

এপিবিএন পুলিশের এ কর্মকর্তা বলেন, 'আটককৃতদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago