রাবিতে ‘শিবির’ আখ্যা দিয়ে শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

সোহরাওয়ার্দী হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবির সদস্য আখ্যা দিয়ে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মধ্যরাতের পর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার সবুজ বিশ্বাস বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হলের ৩১৬ নম্বর রুমের বাসিন্দা। এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সবুজ। তিনি বলেছেন, মারধরের এক পর্যায়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

প্রাধ্যক্ষকে দেওয়া অভিযোগপত্রে সবুজ বলেন, রাত ২টার দিকে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. আতিকুর রহমান ৮-১০ জন অনুসারীসহ এসে তাকে তার কক্ষ থেকে ছাদে নিয়ে গিয়ে শিবির আখ্যা দিয়ে বেধড়ক মারধর ও হত্যার হুমকি দেয়। নিজেকে সনাতন ধর্মাবলম্বী দাবি করলে তাকে আরেকদফা পেটানো হয় বলে অভিযোগে জানান সবুজ।

আতিকুর রহমান ও তার অনুসারীরা সবুজের কক্ষ থেকে পানির ফিল্টার, ক্রিকেট ব্যাট, হেডফোনসহ, বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লুট করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের ব্যাপারে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, 'আমরা দ্রুত ব্যবস্থা নেব। আপাতত একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ছাত্রনেতাদের কর্মকাণ্ডে হল প্রশাসন অত্যন্ত বিরক্ত।'

এক প্রশ্নের জবাবে প্রাধ্যক্ষ বলেন, 'ছাত্রনেতারা হলের অধিকাংশ কক্ষ অন্যায়ভাবে দখল করেছে। আমরা তাদেরকে এ ব্যাপারে সতর্কও করছি। অনাবাসিক ছাত্রদের কারণে আবাসিক ছাত্ররাও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।'

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আতিকুর রহমান বলেন, 'আমি সবুজকে চিনি না। আর এ ধরনের কর্মকাণ্ডের তো প্রশ্নই ওঠে না। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, 'প্রক্টর অফিসে কোনো অভিযোগ আসেনি। এ ব্যাপারে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে।'

Comments

The Daily Star  | English
August 5 declared as July Mass Uprising Day

Govt declares 3 new days for nat’l observance

The interim government yesterday declared August 5 as “July Mass Uprising Day” to commemorate the student-led protests that toppled the Sheikh Hasina regime that day last year.

7h ago