বাস্কেটবল প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চাঁদপুরের ৩ শিক্ষার্থী

বাস্কেটবল প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা তিন শিক্ষার্থীকে শুভেচ্ছা জানানো হয়। ছবি: সংগৃহীত

বাস্কেটবল প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে চাঁদপুরের একই প্রতিষ্ঠানের তিন নারী শিক্ষার্থী। আগামী ১৪ জুন তারা দেড় মাসের প্রশিক্ষণ নিতে দেশ ছাড়বেন।

এই শিক্ষার্থীরা হচ্ছেন—বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, সদ্য এসএসসি পাস করা ইতি আক্তার ও নবম শ্রেণির শিক্ষার্থী ফারহানা আক্তার।

এ বিষয়ে চাঁদপুর বাস্কেটবল একাডেমির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, 'বাস্কেটবল স্পোর্টস ভিজিটর প্রোগ্রাম-২০২৪ এর আওতায় দেশি বলার্সের ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে পাঁচ নারী শিক্ষার্থী বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হন। তার মধ্যে তিনজনই বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির শিক্ষার্থী।'

শনিবার বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এই তিন শিক্ষার্থীর প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী দলের ক্যাপ্টেন সুমাইয়া আক্তার বলেন, 'আমরা তিনজনই গ্রামে বসবাস করি। বাস্কেটবল প্রশিক্ষণ নিতে আমেরিকা যাব, এটা স্বপ্নেও ভাবিনি। আমরা বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি ও চাঁদপুর বাস্কেটবল একাডেমির কাছে কৃতজ্ঞ।'

ইতি আক্তার বলেন, 'আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে দেশের বাস্কেটবলকে সারা পৃথিবীর বুকে তুলে ধরে দেশ ও পরিবারের জন্য সম্মান বয়ে আনতে পারি।'

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

1h ago