হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি: র‌্যাব

র‍্যাবের হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে কোনো গুলি চালানো হয়নি বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার র‌্যাব সদরদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তাদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।

র‌্যাব বলছে, সহিংসতা ও নাশকতার সময় আত্মরক্ষার জন্য দুর্বৃত্তরা শিশু ও কিশোরদের ঢাল হিসেবে ব্যবহার করে রাস্তা অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তারা বাধা সৃষ্টি করে। 

তখন জনগণের জানমালের ক্ষয়ক্ষতি রোধে হেলিকপ্টার ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলের পথ তৈরি করা হয়েছে বলে বিবৃতিতে র‍্যাব জানায়।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর বাড্ডা ও নারায়ণগঞ্জের শিমরাইলে দুর্বৃত্তরা হামলা করে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবরুদ্ধ করে ভবনে আগুন দেয়।

গত ১৮ জুলাই রাজধানীর বাড্ডায় আন্দোলনকারীদের আক্রমণে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাদে অবস্থান নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

পরে র‌্যাবের হেলিকপ্টার সেখানে গিয়ে ৬২ পুলিশ সদস্যকে উদ্ধার করে বলেও বিবৃতিতে জানানো হয়।

এছাড়া ২০ জুলাই র‌্যাব হেলিকপ্টার ব্যবহার করে নারায়ণগঞ্জের শিমরাইল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় ৩৬ জনকে উদ্ধার করা হয়।


 

Comments

The Daily Star  | English

Police use water cannons to disperse JaPa rally in Kakrail

Event cancelled as activists demand withdrawal of cases and release of leaders

24m ago