‘ছাত্র-জনতার হত্যা’র প্রতিবাদে ঢাকায় সংস্কৃতিকর্মীদের গানের মিছিল

‘ছাত্র-জনতার হত্যা’র প্রতিবাদে ঢাকায় সংস্কৃতিকর্মীদের গানের মিছিল
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট এলাকায় প্রতিবাদী গানের মিছিল করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন | ছবি: এমরান হোসেন/স্টার

'ছাত্র-জনতার হত্যা'র প্রতিবাদে গানের মিছিল করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয়।

‘ছাত্র-জনতার হত্যা’র প্রতিবাদে ঢাকায় সংস্কৃতিকর্মীদের গানের মিছিল
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট থেকে মিছিলটি বাহদুর শাহ পার্কের দিকে এগোতে শুরু করলে পীর ইয়ামিন মার্কেটের সামনে পুলিশ বাধা দেয় | ছবি: এমরান হোসেন/স্টার

মিছিলটি জিরো পয়েন্ট থেকে বাহদুর শাহ পার্কের দিকে এগোতে শুরু করলে পীর ইয়ামিন মার্কেটের সামনে পুলিশ বাধা দেয়। এরপর সংস্কৃতিকর্মীরা সেখানেই অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। গান-কবিতায় প্রতিবাদ জানান। সেই সঙ্গে সড়কে ও দেয়ালে তারা স্লোগান লেখেন এবং গ্রাফিতি আঁকেন।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে এতে শতাধিক সংস্কৃতিককর্মী অংশ নেন।

সংস্কৃতিকর্মীরা কর্মসূচি ঘোষণা করেন, আগামী শুক্রবার বিকেল ৩টায় আবারও তারা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

2h ago