সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার: প্রধান বিচারপতি

supreme court
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: স্টার ফাইল ফটো

সোশ্যাল মিডিয়া (সামাজিক মাধ্যম) এখন এক বিপদের কারবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিএনপিপন্থী ছয়জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে এই মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও এটা এখন ফেসবুকে চলে আসে। এ নিয়ে কিছু বললেই আবার রাইট টু ফ্রিডম (স্বাধীনতার অধিকার) নিয়ে প্রশ্ন ওঠে।

বিএনপিপন্থী ছয় আইনজীবী দুইজন বিচারপতি সম্পর্কে তাদের মন্তব্যের জন্য ক্ষমা না চাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি বলেন, ক্ষমা না চেয়ে আইনজীবীরা আদালতে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি চেয়েছেন যা গ্রহণযোগ্য নয়। পরে আদালত ২২ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেন। সেদিন ছয় আইনজীবীকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago