শিববাড়ি মোড়সহ খুলনার বিভিন্ন পয়েন্ট আন্দোলনকারীদের অবস্থান

শিববাড়ি মোড়ের চিত্র। ছবি: হাবিবুর রহমান/স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের শুরুর দিন সকাল থেকে খুলনার শিববাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অনেককে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে দেখা গেছে।

তবে কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।

শিববাড়িসহ নগরের নতুন রাস্তা মোড়, বয়রা বাজার, নিউমার্কেট, কেডিএ অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শিববাড়ি মোড়ে সকল ১০টার পর পরই কয়েক হাজার শিক্ষার্থী জড় হয়ে মিছিল করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

আজ সকাল থেকে দূরপাল্লার কোন বাস খুলনা থেকে ছেড়ে যায়নি। পথে গণপরিবহন ও মানুষের উপস্থিতি অনেক কম।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

24m ago