ডেইলি স্টার সেন্টারে ইটপাটকেল নিক্ষেপ

রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে দ্য ডেইলি স্টার সেন্টারে অজ্ঞাতনামা একদল লোক ইটপাটকেল নিক্ষেপ করেছে।

আজ বিকেল ৪টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের লোকজনের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। তারা ভবনটির নিচতলার কাঁচের দরজা ও কাঁচের প্যানেল ভেঙে ফেলে।

প্রায় ৪৫ মিনিট পর অজ্ঞাতনামা দলটি এ এলাকা ছেড়ে চলে যায়।

Comments

The Daily Star  | English

Sabalenka beats Anisimova to win second straight US Open title

The Belarusian has not missed a hardcourt major final since 2022 and her latest trophy brings her Grand Slam haul to four, as she became the first woman to win back-to-back US Opens since Serena Williams claimed three straight from 2012 to 2014

1h ago