কাশিমপুর কারাগারের জেল সুপার প্রত্যাহার

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

বন্দী পালানোর ঘটনার পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে তার জায়গায় নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে যান। এসময় কারারক্ষীদের গুলিতে নিহত হন ছয় জন। এদের ভেতর তিন জন ছিলে জঙ্গি।

এদিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বিক্ষোভের পর গাজীপুর জেলা কারাগারেও অস্থিরতা দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার পর জেলা কারাগারে বিক্ষোভ শুরু করেন বন্দীরা। এ সময় কারাগারের বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়।

Comments

The Daily Star  | English

70% of motorcyclists in Chattogram city exceed speed limits: Survey

Chattogram city sees a surge in road accidents, with 44 percent of vehicles violating speed limits

47m ago