বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারের কমিটি

বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে একটি কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারত সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাতে আজ শুক্রবার দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে ভারতের কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে।

এই কমিটি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

এতে আরও বলা হয়, 'ওই কমিটির প্রধান করা হয়েছে বিএসএফের পূর্ব কমান্ডের এডিজিকা (অতিরিক্ত মহাপরিচালক)। আরও থাকবেন দক্ষিণবঙ্গ বিএসএফের আইজি, ত্রিপুরা বিএসএফের আইজি, স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) ও সচিব।'

ভারত সরকার জানায়, 'ভারত-বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।'

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago