৫৮ জেলায় সেনা মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ৫৮টি জেলায় মোতায়েন করা হয়েছে এবং জীবন, সম্পত্তি ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সার্বিক নিরাপত্তা দিতে সারা দেশে ২০৬টি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক বন্দীদের আটক এবং কারাগার থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিরোধের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালীর একটি মন্দিরে দুর্বৃত্তদের হামলা ব্যর্থ করেছে সেনাবাহিনী।

কক্সবাজারে অবস্থিত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানের জন্য সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে তারা যৌথ টহল পরিচালনা করছে।

এতে বলা হয়েছে, রাজধানীর ২৯টিসহ সারা দেশের ৪১৭টি থানায় ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা পুলিশের অস্ত্র উদ্ধারেও সহযোগিতা করবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডাটা সেন্টারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে উল্লেখ করে এতে বলা হয়, এই ধরনের গুজবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে ও থাকবে এবং সর্বদা জাতির স্বার্থে কাজ করবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago