গোপালগঞ্জে জীবন বাঁচাতে বলপ্রয়োগ, কোনো দলকে সহায়তায় নয়: সেনাসদর

সেনাসদরে সংবাদ ব্রিফিংয়ে কর্নেল মো. শফিকুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জে জীবন বাঁচাতে বলপ্রয়োগ করা হয়েছে এবং কোনো দলকে সহায়তার জন্য সেনাবাহিনী সেখানে কাজ করেনি বলে জানিয়েছে সেনাসদর।

আজ বৃহস্পতিবার দুপুরে সেনাসদরে এক সংবাদ ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এ কথা বলেছেন।

তিনি বলেন, 'আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। গোপালগঞ্জে ওই রাজনৈতিক দলের অনেকের জীবননাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল অন্য কিছু নয়।'

তিনি বলেন, 'যেকোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা করবে এটা স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। এই বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশ বিষয়টি জানত।'

'প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের সেখানে একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল। সেখানে ইট পাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, সেখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে। সেখানে জীবননাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে বাহিনীগুলো বলপ্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়নি,' বলেন এই সেনা কর্মকর্তা।

কর্নেল মো. শফিকুল ইসলাম আরও বলেন, 'গোপালগঞ্জে ঘটনা উন্মোচনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করি তদন্ত কমিটি সঠিক ও সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে।'

তিনি বলেন, 'বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের আলাদা নজর নেই। আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাই আমাদের কাছে সমান। যেখানে জীবনের হুমকি বা জনদুর্ভোগ বা জীবননাশের হুমকি থাকে, সেখানে আমরা কঠোর হই বা আমরা জনসাধারণকে সহায়তা করে থাকি। সেখানে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতাম তাহলে হয়তো আরও হতাহত বা জীবননাশের সম্ভাবনা থাকত।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago