সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি

আদালতে সাংবাদিক রোজিনা ইসলাম। ছবি: ফাইল ফটো

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন আজ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং সাংবাদিক রোজিনাকে মামলা থেকে অব্যাহতি দেন।

গতকাল সাংবাদিক রোজিনা ইসলামকে অভিযোগ থেকে খালাস দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

'অত্যন্ত সংবেদনশীল' সরকারি নথি চুরি ও সেগুলোর ছবি তোলার অভিযোগে ২০২১ সালের ১৭ মে এক উপসচিব শাহবাগ থানায় রোজিনার বিরুদ্ধে এ মামলা করেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোরশেদ হোসেন খান ২০২২ সালের ৪ জুলাই রোজিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

 

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s deadly order

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

2h ago