চূড়ান্ত প্রতিবেদনে সাংবাদিক রোজিনাকে অব্যাহতি: বাদীর নারাজি আবেদন ২৩ জানুয়ারি

রোজিনা ইসলাম। ছবি: সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে দায়ের করা মামলায় তাকে অব্যাহতি দিয়ে দাখিল করা ডিবির প্রতিবেদনের ওপর নারাজি আবেদন জমা দেবেন বাদী।

মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী আজ রোববার তার আইনজীবীর মাধ্যমে নারাজি আবেদনের জন্য পরবর্তী তারিখে সময় চেয়ে আবেদন করেন।

জামিনে থাকা রোজিনা আজ মামলা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন জেনারেল রেকর্ডিং অফিসার মো. নিজাম উদ্দিন ফকির।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর আবেদনটি মঞ্জুর করেন এবং তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিলের জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেন।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোরশেদ হোসেন খান গত বছরের ৪ জুলাই রোজিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, রোজিনার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রথম আলোর বিশেষ প্রতিবেদক রোজিনা করোনা মহামারির সময় স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছেন।

২০২১ সালের ১৭ মে উপসচিব শিব্বির আহমেদ ওসমানী 'অত্যন্ত সংবেদনশীল' সরকারি নথি চুরি ও সেগুলো ছবি তোলার ধারণের অভিযোগে শাহবাগ থানায় রোজিনার বিরুদ্ধে মামলাটি করেন।

পুলিশের হাতে রোজিনাকে সোপর্দ করার আগে তাকে ৫ ঘণ্টারও বেশি সময় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আচক করে রাখা হয়েছিল।

২০২১ সালের ২৩ মে তিনি জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago