শপথ নিলেন নতুন ৪ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন।

তারা হলেন-অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদায়) আলী ইমাম মজুমদার, ফাওজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গভবনে তারা শপথ গ্রহণ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

NCP won’t sign July charter at this moment

The National Citizen Party has decided not to attend today’s much-awaited July National Charter signing ceremony, let alone sign the document containing reforms agreed upon after months of intense talks.

5h ago