বিমানবন্দরে শাকিল আহমেদ ও ফারজানা রুপা আটক

শাকিল আহমেদ ও ফারাজানা রুপা। ছবি: সংগৃহীত

বেসরকারি চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

এসময় এই দম্পতির সঙ্গে তাদের কন্যা ছিল বলেও জানা গেছে।

আজ বুধবার সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। 

বিমানবন্দর সূত্র জানায়, তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। 

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা তাদের ইমিগ্রেশন সম্পন্ন করেছিলাম, কিন্তু মামলার আসামি হওয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের হেফাজতে দিয়েছি।'

Comments

The Daily Star  | English

Nineteen killed in Nepal in 'Gen Z' protest over social media ban

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

4h ago