শ্রমিক বিক্ষোভে সাভার-আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

পলাশবাড়ী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের একাংশ। ছবি: স্টার

বিভিন্ন দাবিতে বিক্ষোভের মুখে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পকারখানার পরিবেশ। শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে ইতোমধ্যে এ দুটি এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল ৯টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে জিএবি লিমিটেডসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

জিএবি লিমিটেডের শ্রমিকদের ভাষ্য, তারা মালিপক্ষের কাছে আগেই কিছু 'যৌক্তিক' দাবি উপস্থাপন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত না জানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেন। এর প্রতিবাদে তারা আজ মাঠে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে জানান, এই মুহূর্তে সেখানে জিএবি লিমিটেডসহ স্নোটেক্স, স্টারলিং গ্রুপ, নাসা অ্যাপারেন্স ও একমি এগ্রোভেট অ্যান্ড কনজ্যুমারস লিমিটেডের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।

শ্রমিকদের দাবির বিষয়ে এই পুলিশ কর্মকর্তার বক্তব্য, শ্রমিকদের দাবিগুলো একেক জায়গায় একেক রকম। কিছু অভিন্ন দাবির মধ্যে আছে—হাজিরা বোনাস ও টিফিন বাবদ অর্থ দেওয়া, শ্রমিক ছাঁটাই বন্ধ করা, উশৃঙ্খল কর্মকর্তাদের চাকরিচ্যুত করা ইত্যাদি। আবার স্নোটেক্স কারখানায় অসন্তোষ তৈরি হয়েছে নিয়োগ নিয়ে।

সারোয়ার আলম বলেন, 'মালিকপক্ষের কাছ থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না। শ্রমিকরাও আমাদের কথা শুনছে না। মালিকপক্ষের উচিত শ্রমিকদের সঙ্গে বিষয়গুলো নিয়ে দ্রুত আলোচনায় বসে বিক্ষোভ সামাল দেওয়া।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago