সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা আরব আমিরাতের, দেশে ফেরত শিগগিরই

সংযুক্ত আরব আমিরাত। ছবি: রয়টার্স

বিক্ষোভ করার দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। 

আজ মঙ্গলবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান।

দুবাই-ভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস জানায়, ইউএই'র অ্যাটর্নি-জেনারেল চ্যান্সেলর ড. হামাদ আল শামসি সাজা কার্যকর বন্ধ এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন।

অ্যাটর্নি-জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাকে সে দেশের আইনকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে, মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত। 

তিনি আলোকপাত করেন যে, রাষ্ট্র মতামত প্রকাশের জন্য আইনানুগ উপায় সরবরাহ করে এবং এই অধিকারটি নিশ্চিত করে, যাতে জাতি ও এর জনগণের স্বার্থের ক্ষতি হতে পারে এমন কর্মে পরিণত না হয়।

Comments

The Daily Star  | English

Chaos in Bhanga over EC’s new boundary map

Offices ransacked, highways blocked for hours as Faridpur unrest over constituency boundary changes spirals into large-scale destruction

6h ago