চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর আন্দোলনে পুলিশের টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের অবস্থান। ছবি: স্টার

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পুলিশ অন্তত একটি টিয়ারশেল ও চার-পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

দুপুর আড়াইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছিলেন।

গত ২৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

9h ago