চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে যাত্রীদের অপেক্ষা। ছবি: পলাশ খান/স্টার

পুনরায় চালু হয়েছে মিরপুর-১০ মেট্রো স্টেশন। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে জানান, আজ মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু করা হয়েছে।

ছবি: পলাশ খান/স্টার

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালায় অজ্ঞাত ব্যক্তিরা। এরপর এক মাসেরও বেশি সময় ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এক বছরেও মেট্রো স্টেশনগুলো চালু করা সম্ভব হবে না।

যদিও গত ২৫ আগস্ট মেট্রো রেলের কার্যক্রম পুনরায় শুরু হয় দুটি স্টেশন বন্ধ রেখে। মেট্রোরেল কর্তৃপক্ষ গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশনটি পুনরায় চালু করে।

Comments

The Daily Star  | English

‘Mind your language’: Panna and Tajul exchange words in ICT-1 courtroom

Court says Panna, appointed as Hasina’s defence counsel, can't withdraw without permission

25m ago