মেট্রোর ছাদে কিশোর, চলাচল আজকের জন্য বন্ধ
রাজধানীর সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে এক কিশোর ওঠায় মেট্রোরেল চলাচল আজ রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন এমআরটি (ম্যাস র্যাপিড ট্রানজিট) লাইন-৬ এর ডেপুটি ডিরেক্টর আহসানউল্লাহ শরিফী।
তিনি বলেন, মেট্রোরেলের ছাদে দুজন ওঠায় রাত ৮টা ৫মিনিটে মেট্রোরেল চলাচল আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে এক বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


Comments