রমজানে ইফতারের জন্য পানি বহন করা যাবে মেট্রোরেলে

মেট্রোরেল
স্টার ফাইল ফটো

পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ শনিবার মেট্রোরেল কর্তৃপক্ষ রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময়সূচি ঘোষণা করেছে। সেখানেই পানি বহনের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে ব্যবহুত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/এন্ট্রি ও এক্সিট গেইটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে বলে জানানো হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ আরও জানায়, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের অভ্যন্তরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

রমজান মাস উপলক্ষ্যে যে সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ তাতে শুক্র ও শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

নতুন সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ১০ মিনিটের ব্যবধানে। ৭টা ৩১ মিনিট থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত ৮ মিনিট ব্যবধানে ট্রেন চলবে। এরপর ৬টা ৫১ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেন আবার ১০ মিনিটের ব্যবধানে চলবে।

দিনের প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টায়।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ১০ মিনিট ব্যবধানে। সকাল ৮টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ৮ মিনিট ব্যবধানে।  

মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে ৭টা ৩০ মিনিটে। রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে ৯টা ৪০ মিনিটে।

Comments

The Daily Star  | English

'Gen Z' protests: What's next for Nepal?

As the poor Himalayan nation once again stands at a crossroads, here is a look at what could lie ahead

47m ago