মেট্রোরেল ও সব ফ্লাইওভারের নির্মাণসামগ্রীর মান যাচাইয়ে হাইকোর্টে রিট

স্টার ফাইল ফটো

মানুষের জীবন রক্ষায় ঢাকার মেট্রোরেল ও সব ফ্লাইওভার নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান যাচাই ও নিশ্চিত করতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জনস্বার্থে আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এই আবেদন করেন।

আবেদনে গতকাল রোববার মেট্রোরেলের পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মেট্রোরেল রক্ষণাবেক্ষণে কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। তদন্ত কমিটিকে এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়ার আরজি জানানো হয়।

রিট আবেদনে মেট্রো রেলের জন্য একটি রক্ষণাবেক্ষণ কমিটি গঠনে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক এবং ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে রিটে বিবাদী করা হয়েছে।

আবদুল্লাহ আল মামুন আবেদনে বলেন, আবুল কালামের মৃত্যুর ঘটনা প্রমাণ করে যে বিবাদীরা সাংবিধানিকভাবে স্বীকৃত জীবনের অধিকার ও আইনের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আজই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago