সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

সচিবালয়ের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: স্টার

এইচএসসি পরীক্ষার 'বৈষম্যহীন' ফলাফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করা শিক্ষার্থীদের মধ্যে ২৬ জনকে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের এক কর্মচারী জানান, আজ বৃহস্পতিবার শাহবাগ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা একরামুল হক তাদের আদালতে হাজির করেন।

অবৈধভাবে সমাবেশ করে সচিবালায় প্রবেশসহ নানা অভিযোগে পুলিশ বাদী হয়ে এই মামলা করে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার ডেপুটি কমিশনার তালেবুর রহমান।

গতকাল বুধবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। এদের অনেকেই এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন অথবা খারাপ ফল করেছেন। শিক্ষার্থীরা বলেন, তারা এসএসসির ফলাফল মূল্যায়নের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার বৈষম্যহীন ফলাফল চান।

একপর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। এতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

আটকদের মধ্যে ২৮ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সেদিন শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে ভাঙচুর চালান বলে কর্মকর্তারা অভিযোগ করেন।

 

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

1h ago