৩৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল শুরু

কাজিরহাট-আরিচা রুটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের লাইন। ছবি: স্টার

নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা পর কাজিরহাট-আরিচা রুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচলে ঝুঁকি এড়াতে প্রতিটি ফেরিতে লোড কমাতে গাড়ির সংখ্যা কমানো হয়েছে।

এদিকে ট্রাক পারাপারের জন্য নির্ধারিত কাজিরহাট-আরিচা ফেরি ঘাটের দুই প্রান্তে প্রায় চার শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই দিন সময় লাগবে।

যমুনা নদীতে নাব্যতা সংকটের কারণে শুক্রবার রাত থেকে কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। নদীতে ড্রেজিং করার পর পরিস্থিতি স্বভাবিক হলে আজ সকাল ১১টা থেকে ফেরি চলাচল আবারও শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি কাজিরহাট ঘাটের সহকারী ম্যানেজার মো. ফখরুজ্জামান।

তিনি বলেন, প্রতিটি ফেরিতে লোড কমাতে ১৪টি গাড়ির পরিবর্তে ১০টি করে গাড়ি ফেরি পার হচ্ছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন শ্রমিকরা। কাজিরহাট ঘাট প্রান্তে আটকা পড়েছে অসংখ্য পণ্যবাহী যানবাহন। পারাপারের অপেক্ষায় কাজিরহাট ঘাট প্রান্তে প্রায় তিন কিলোমিটার পণ্যবাহী ট্রাকের যানজট সৃষ্টি হয়েছে।

ট্রাকচালক আব্দুল মমিন জানান শুক্রবার রাত থেকে গাড়ি থামিয়ে বসে আছেন। কখন ফেরিতে উঠতে পারবেন নিশ্চিত নন।

আরেক ট্রাকচালক মতিউর রহমান জানান, ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ডেপুটি জেনারেল ম্যানেজার নাছির মোহাম্মদ চৌধুরী বলেন, ফেরি চলাচলের জন্য কমপক্ষে ৮-৯ ফুট নাব্যতা দরকার। কিন্তু বর্তমানে নাব্যতা পাওয়া যাচ্ছে সাড়ে ছয় থেকে সাত ফুট পর্যন্ত।

ইতোমধ্যে ড্রেজিং করে ফেরি চলাচলের চ্যানেল ঠিক করা হয়েছে, আশা করা যাচ্ছে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago