ফিলিপাইনে ফেরিতে আগুন, ১২০ আরোহী জীবিত উদ্ধার

ফিলিপাইনে মাঝ সমুদ্রে এমভি এস্পেরানজা স্টার ফেরিতে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স
ফিলিপাইনে মাঝ সমুদ্রে এমভি এস্পেরানজা স্টার ফেরিতে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স

ফিলিপাইনে মাঝ সমুদ্রে এমভি এস্পেরানজা স্টার ফেরিতে আগুন ধরে যায়। তবে দেশটির কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা ফেরির ১২০ যাত্রীর সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

আজ রোববার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফেরিতে ৬৫ যাত্রী ও ৫৫ জন কর্মকর্তা ও ক্রু সদস্য ছিলেন। দক্ষিণের সিকুইজোর দ্বীপ থেকে নিকটবর্তী বোহোল দ্বীপে যাওয়ার সময় ফেরিতে অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে কোস্ট গার্ড বাহিনী।

কোস্ট গার্ডের দমকলকর্মীরা আরেকটি জাহাজ থেকে জলকামান ব্যবহার করে ফেরির আগুন নিয়ন্ত্রণে আনেন। কোস্ট গার্ডের মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুনের কারণ জানা যায়নি।

উদ্ধারকৃত যাত্রী ও ক্রুদের শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেরির পাশে কোস্ট গার্ডের ২টি জাহাজ এখনো অবস্থান করছে।

৭ হাজার ৬০০ দ্বীপের রাষ্ট্র ফিলিপাইনের জলপথে দুর্ঘটনা সংখ্যা অনেক বেশি। দেশটির বিরুদ্ধে অভিযোগ, প্রায়ই নৌযানে সক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয় এবং অনেক পুরনো নৌযানও নিয়মিত যাত্রী আনা নেওয়া করে।

মার্চে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ২৫০ যাত্রীসহ ১টি ফেরিতে আগুন ধরে যায়। এ ঘটনায় ৬ মাস বয়সী এক শিশু সহ ২৪ জন নিহত হন।

 

Comments

The Daily Star  | English

A tender mother and an unbreakable leader: Tarique remembers Khaleda Zia

He pays tribute in Facebook post, recalling personal loss and her national role

1h ago