‘সংগঠক, আইনজীবী ও ভূমিহীন আন্দোলনের নেতাদের ওপর জামায়াত-শিবিরের হামলা’য় ৬২ নাগরিকের বিবৃতি

সংগঠক নাহিদ হাসান নলেজ, শহীদ আবু সাঈদের আইনজীবী অ্যাডভোকেট রায়হান কবীর ও ভূমিহীন আন্দোলনের নেতা শেখ নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৬২ জন নাগরিক।

আজ রোববার তাদের যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, '২৯ নভেম্বর কুড়িগ্রামের রৌমারীতে হাট ও ঘাট খাজনা বাতিল, কৃষি সংস্কার কমিশন ও স্বাধীন স্থানীয় সরকারের দাবিসহ কয়েকটি দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে কৃষক সমাবেশ ছিল। এ জন্য তারা কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা চালায়। পুলিশের ভাষ্যমতে, সমাবেশের দিন রৌমারী থানায় জামায়াতে ইসলামী সমাবেশ বাতিলের দাবিতে আবেদন জমা দেয়। তাই রৌমারী থানা পুলিশ মঞ্চ ভেঙে দেয়।'

'পরে সমাবেশ শুরুর নির্ধারিত সময়ে সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে গেলে আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিনুকে জামায়াত কর্মীরা আওয়ামী নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসীর জামাই ও ভাগ্নে মাহবুবের নেতৃত্বে লাঠি দিয়ে আঘাত করে। তারপর শহীদ আবু সাঈদের প্রধান আইনজীবী রায়হান কবীর তাদের সঙ্গে কথা বলতে গেলে তাকেও কিল-ঘুষি মারতে শুরু করে। অতিথি নাহিদ হাসান নলেজ তাদের রক্ষা করতে এগিয়ে গেলে তাকে ও ভূমিহীন আন্দোলনের নেতা শেখ নাসিরসহ উপস্থিত আরও কয়েকজনকে মারধর করে।'

'আমাদের কাছে যে ভিডিও এসেছে ও সংবাদ মাধ্যমে প্রশাসনের লোকজন যে বিবৃতি দিয়েছেন তাতে স্পষ্ট, তাদের প্রচ্ছন্ন সহযোগিতাতেই জায়ামাত-শিবিরের কর্মীরা এই সাহসটা পেয়েছে।'

'রাষ্ট্র সংস্কার আন্দোলন এই গণঅভ্যুত্থানের একটি প্রধান শক্তি এবং রাষ্ট্র সংস্কার ধারণার প্রধান প্রবক্তা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে তাদের অনেক নেতাকর্মী গুম, হামলা, মামলাসহ বিবিধ নিপীড়নের শিকার হন। তাদের সমাবেশ করতে বাধা দিয়ে জামায়াত-শিবির, পুলিশ, প্রশাসন অত্যন্ত ন্যক্কারজনক ও গর্হিত অপরাধ করেছে।'

'নাহিদ হাসান নলেজ বাংলাদেশের উত্তর জনপদের একজন গণনায়ক। তিনি দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনি আন্দোলন, কুড়িগ্রাম তথা বৃহত্তর রংপুর অঞ্চল কেন বৈষম্যের শিকার তার প্রধান তাত্ত্বিক ও সংগঠক। তিনি উত্তরাঞ্চল বাঁচাও আন্দোলন, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির প্রতিষ্ঠাতা। রাষ্ট্রালাপ পাঠচক্র ও পণ্ডিত বইমেলা কুড়িগ্রামে অর্ধযুগ ধরে পরিচালনা করে আসছেন। এতে কুড়িগ্রাম রাজধানীতে তার অবস্থান জানান দিচ্ছে। রাষ্ট্রচিন্তা নামে বুদ্ধিবৃত্তিক সংগঠনের অন্যতম সদস্য হিসেবে রাষ্ট্র সংস্কারের একজন অন্যতম তত্ত্বকারও। "সংবিধান  ব্রহ্মপুত্র ও বিবিধ প্রসঙ্গ" নামে একটি প্রবন্ধ পুস্তক ও "বড়আপা, ক্রসফায়ার ও অন্যান্য" নামে তার একটি কবিতার বই আছে।'

'অ্যাডভোকেট রায়হান কবীর রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ন্যায়পাল। তিনি শহীদ আবু সাঈদের মামলার প্রধান কৌসুলি। তিনিও রংপুর শহরে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম ও পাঠচক্র পরিচালনা করে আসছেন। তিনি এক সংগ্রামী জীবনের অধিকারী।'

'শেখ নাসির উদ্দিন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কৃষক ও ভূমিহীন মানুষের দরদী বন্ধু।'

'এই তিনজনসহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।'

'আমরা রৌমারীর সার্কেল এসপি, ওসি ও ইউএনওর বিবৃতি পড়ে বুঝেছি, তারাও অন্যতম অপরাধী। তাদের অপসারণসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ও নিন্দা জানাই।'

বিবৃতিতে সই করেছেন—

১. অধ্যাপক সলিমুল্লাহ খান

২. অধ্যাপক আনু মুহাম্মদ

৩. অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৪. অধ্যাপক তুহিন ওয়াদুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

৫. ড. সৈয়দ নিজার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৬. ডা. জাহেদ উর রহমান, রাজনৈতিক বিশ্লেষক

৭. মোরশেদ শফিউল হাসান, কবি ও প্রাবন্ধিক

৮. মাসকাওয়াথ আহসান, কথাসাহিত্যিক ও সাংবাদিক

৯. সামিনা লুৎফা, শিক্ষক ও সংস্কৃতিকর্মী

১০. সারোয়ার তুষার, লেখক ও চিন্তক

১১. মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

১২. কল্লোল মোস্তফা, লেখক ও অ্যাক্টিভিস্ট

১৩. সহুল আহমদ, লেখক ও গবেষক

১৪. বাকী বিল্লাহ, লেখক ও রাজনৈতিক কর্মী

১৫. পারভেজ আলম, লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট

১৬. সামজীর আহমেদ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, উত্তরা বিশ্ববিদ্যালয়

১৭. দিলশানা পারুল, অ্যাক্টিভিস্ট

১৮. মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক

১৯. মুহাম্মদ উল্লাহ মধু, সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ

২০. আলতাফ শাহনেওয়াজ, কবি ও সাংবাদিক

২১. আরিফুজ্জামান তুহিন, কবি ও সাংবাদিক

২২. দীপক সুমন, অভিনেতা, নির্দেশক

২৩. খন্দকার সুমন, চলচ্চিত্রকার

২৪. মীর হুযাইফা আল মামদূহ, লেখক ও গবেষক

২৫. অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

২৬. অনুপম দেবাশীষ রায়, পিএইচডি গবেষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

২৭. নাসরিন খন্দকার, নৃবিজ্ঞানী ও গবেষক

২৮. রফিকুল রঞ্জু, সাংবাদিক

২৯. সাইয়েদ জামিল, কবি ও ট্রাস্টি, শিল্পী কল্যাণ ট্রাস্ট

৩০. মিছিল খন্দকার, কবি ও সাংবাদিক

৩১. শিমুল সালাহ্উদ্দিন, কবি ও সাংবাদিক

৩২. সালাহ উদ্দিন শুভ্র, কথাসাহিত্যিক

৩৩. এহসান মাহমুদ, সাংবাদিক ও কথাসাহিত্যিক

৩৪. তাজওয়ার মাহমিদ, সাংবাদিক

৩৫. সিজান আহমেদ জিম, যোগাযোগ কর্মী

৩৬. রাতুল আল আহমেদ, নৃবিজ্ঞানী

৩৭. আহমেদ ইসহাক, কবি, ছড়াকার, কেন্দ্রীয় সভাপতি রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন

৩৮. এম এম শোয়াইব, অ্যাক্টিভিস্ট ও সংগঠক

৩৯. পলিয়ার ওয়াহিদ, কবি

৪০. অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, সদস্যসচিব, রংপুর মহানগর নাগরিক কমিটি

৪১. আফজাল হোসেন, অ্যাক্টিভিস্ট

৪২. রিয়াজ খান, সদস্য, রাষ্ট্রচিন্তা

৪৩. আকরাম খান, চলচ্চিত্র নির্মাতা

৪৪. বীথি ঘোষ, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক

৪৫. আবদুল্লাহ ক্বাফী রতন, রাজনৈতিক কর্মী

৪৬. জামসেদ আনোয়ার তপন, সংস্কৃতিকর্মী

৪৭. সীমা দত্ত, সভাপতি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র

৪৮. রহমান মুফিজ, কবি ও সাংবাদিক

৪৯. মাহতাব উদ্দীন আহমেদ, গবেষক ও অ্যাক্টিভিস্ট

৫০. ফেরদৌস আরা রুমী, কবি

৫১. অংকন চাকমা, সভাপতি, পাহাড়ি ছাত্র পরিষদ

৫২. রাগীব নাঈম, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

৫৩. সৈকত আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন

৫৪. ছায়েদুল হক নিশান, সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল

৫৫. রাফিকুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

৫৬. আরিফ রহমান, লেখক ও সাংবাদিক

৫৭. ধ্রুব সাদিক, লেখক ও সাংবাদিক

৫৮. অর্বাক আদিত্য, কবি

৫৯. এনাম রাজু, কবি

৬০. সাম্য শাহ, সভাপতি, নাগরিক যুব ঐক্য

৬১. আবুল কালাম আল আজাদ, লেখক ও প্রাণ-প্রকৃতিকর্মী

৬২. দেলোয়ার জাহান, গণবুদ্ধিজীবী

Comments

The Daily Star  | English
honor smartphone inside

How to build a smartphone

Smartphones feel inevitable in the hand, yet each one begins as a set of drawings, components and hypotheses. The journey from concept to finished device is a carefully sequenced collaboration between design labs, supplier networks and high-throughput assembly lines. In leading electronics hubs across Asia, that journey can take as little as days once a design is frozen and parts are on site.

2h ago