সব সচিবকে চিঠি

পৌনে ৫ লাখ শূন্যপদ কেন পূরণ হচ্ছে না, জানতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়

সব মন্ত্রণালয়, বিভাগ, অধীনস্থ দপ্তর, সংস্থা ও মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর শূন্যপদ পূরণের ব্যবস্থা নিতে জোর তাগিদ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

একইসঙ্গে শূন্যপদ পূরণে ইতোমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেসব তথ্য চিঠি পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, 'স্ট্যাটিসটিকস অব গর্ভমেন্ট সার্ভেন্টস-২০২৩' অনুযায়ী বর্তমানে সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা চার লাখ ৭৩ হাজার একটি। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিন হাজার ৬৮৮টি শূন্য পদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) শুধুমাত্র, প্রথম শ্রেণি নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকারের অনুমোদিত অন্যান্য পদগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীনস্থ দপ্তর/সংস্থা/করপোরেশন/কোম্পানির মাধ্যমে পূরণ করা হয়ে থাকে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ ও শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্ণিত তথ্য মতে, দেশে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে অনুমোদিত শূন্য পদগুলো বিবি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত চিঠিটি সকল মন্ত্রণালয়ের সচিবসহ স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান এবং মাঠ প্রশাসনের সকল শীর্ষ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে রাজস্ব খাতে প্রায় ২০ লাখের মতো পদ রয়েছে। এরমধ্যে প্রায় এক চতুর্থাংশ পদে খালি আছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago