মেঘনায় কার্গো জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার, হাসপাতালে আরও ২ জনের মৃত্যু

মেঘনা নদীতে হত্যাকান্ড
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আরও তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুই জনের মৃত্যু হয়। 

আজ সোমবার বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে শরীয়তপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুর নৌ-পুলিশের বরাত দিয়ে জেলা প্রশাসক বলেন, 'ওই লঞ্চে পাঁচজন মৃত ও তিনজনকে আহত অবস্থায় পাওয়া গেছে।'

চাঁদপুর নৌপুলিশ সুপার মো. মুশফিকুর রহমান বলেন, 'চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সার বহনকারী আল বাকেরা কার্গো জাহাজটিতে দিনে বা রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে আমরা ধারণা করছি। খবর পেয়ে বিকেলে কোস্টগার্ড, নৌপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে।'

মো. মুশফিকুর রহমান জানান, আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও দুই জন মারা যান।

আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত বা আহতদের পরিচয় জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago