ডিবিতে আয়নাঘর থাকবে না, ভাতের হোটেলও থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আয়নাঘর বলতে ডিবিতে কোনো কিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেল ও থাকবে না।

আজ সোমবার দুপুরে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'ডিবি সদস্যরা সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।'

'আইনের বাইরে তারা কোনো কাজ করবে না,' বলেন তিনি।
 
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দিই, তারা যেন তা না করে।'

এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, 'আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা প্রকাশ করে দেন। আমার কোন আপত্তি নেই।'

সংবাদমাধ্যমকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, 'বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রকাশ করায় ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ করলে আমাদেরও অ্যাকশন নিতে সুবিধা হয়।'
 

Comments

The Daily Star  | English

Rizwana dismisses ‘safe exit’ talk, says she will stay in Bangladesh

Environment adviser rejects NCP convener’s claim about advisers seeking exit

14m ago