সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে: প্রধান উপদেষ্টা

সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই ঘোষণাপত্র সর্বসম্মতভাবে তৈরি হলে তা শুধু দেশের জন্যই ভালো নয়, পুরো বিশ্বকে দেশের একতা দেখানো যাবে।

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস এলাকডেমিতে সর্বদলীয় বৈঠকে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, 'গত জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের সময় দেশবাসী যে ঐক্য দেখিয়েছিল, এই অন্তর্বর্তী সরকার তারই ফলাফল।'

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, 'এই সরকারের জন্ম ঐক্যের মাধ্যমে এবং ঐক্যই আমাদের শক্তি। যখন আমরা একা একা কাজ করি এবং হঠাৎ দেখি আপনারা আমাদের পাশে নেই, তখন আমরা দুর্বল মনে করি। যখন সবাই একসাথে হন তখন সাহস পাই।'

অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা গত ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত নিয়েছিল। পরে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, সরকার এই ঘোষণাপত্র জারির ক্ষেত্রে ফ্যাসিলিটেট করবে। পরে সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, 'ছাত্ররা এসে বলল যে তারা ঘোষণাপত্র দেবে ৫ আগস্টে ফিরে যেতে চায় এবং সেদিন যা ঘটেছিল তার পুনরাবৃত্তি ঘটাতে চায়। তারা আমাকে সেখানে থাকতে হবে। তখন আমরা বললাম এটা করা যাবে না, একা করা যাবে না। এর জন্য সবাইকে নিয়ে করতে হবে।'

'পরে তারা বুঝল এবং পরে সবাইকে ঐক্যবদ্ধ করার ধারণা থেকেই সংলাপের আয়োজন,' বলেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, 'যতদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে, ততদিন ঐক্য বজায় রাখতে চাই, রাজনৈতিক দলগুলোকে বলব আমাদের সেই সাহসটা আমাদের দেন।'

জুলাই ঘোষণাপত্রের ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 'যদি এটা সর্বসম্মতভাবে তৈরি করা যায়, তাহলে তা শুধু দেশের জন্যই ভালো হবে না, পুরো বিশ্বের কাছে দেশের একতা তুলে ধরা যাবে।'

'এর সাফল্যের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী সবার কাছে জাতি হিসেবে বাংলাদেশের শক্তি সম্পর্কে ধারণা তৈরি হবে,' বলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

 

Comments

The Daily Star  | English
Pharmaceutical raw material import dependency Bangladesh

Heavy import reliance leaves pharma industry vulnerable

Despite success, Bangladesh's pharma industry hinges on imported raw materials

13h ago