সব গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার: আইন উপদেষ্টা

আসিফ নজরুল। ফাইল ফটো

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সব 'গায়েবি মামলা' প্রত্যাহারে কাজ করছে সরকার। 

আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তবে, ঠিক কতগুলো গায়েবি মামলা এখন চলমান আছে তার কোনো নির্দিষ্ট হিসাব জানাতে পারেননি তিনি। 

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'এর মধ্যে ২৫ জেলার আড়াই হাজার মামলা আগামী এক সপ্তাহের মধ্যেই প্রত্যাহারের কাজ চলছে।'

এ ক্ষেত্রেও জেলাগুলোর নাম উল্লেখ করেননি তিনি।

আসিফ নজরুল বলেন, 'গায়েবি মামলা চিহ্নিত করার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বিস্ফোরক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন, পুলিশের কাজে বাধা ইত্যাদি বিষয়ে করা যেসব মামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে এবং বহুসংখ্যক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।'

'ওইসব মামলাকে গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করার মানদণ্ড ধরা হচ্ছে। তবে এর মধ্যে যেগুলোর বিষয় সন্দেহ করার মতো কারণ আছে সেগুলোকে বিবেচনায় নেওয়া হচ্ছে না,' বলেন আইন উপদেষ্টা।

Comments