জাহাঙ্গীর গেট হয়ে আসা গাড়ি বিজয় সরণি মোড়ে ডানে ঘুরতে পারবে না

যানজট কমাতে জাহাঙ্গীর গেট হয়ে আসা কোনো গাড়ি বিজয় সরণি মোড়ে ডান দিকে ঘুরতে পারবে না। এর পরিবর্তে এই গাড়িগুলোকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটের আগে ডান দিকে ঘুরে আগারগাঁও লিঙ্ক রোড ব্যবহার করতে হবে এবং বিআইসিসি অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যের দিকে যেতে হবে।

ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান এবং মানিক মিয়া অ্যাভিনিউগামী গাড়িগুলোকে আগারগাঁও লিঙ্ক রোড ব্যবহার করতে হবে।

বিজয় সরণি মোড়ের যানজট কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই নতুন ট্রাফিক নিয়ম চালু করেছে।

ট্রাফিক বিভাগ ইতিমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ এবং শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউয়ে একই ধরনের ব্যবস্থা নিয়েছে। ডিএমপি জানায়, এই পরিবর্তনের ফলে যানজট উল্লেখযোগ্যভাবে কমেছে।

Comments

The Daily Star  | English
Bangladesh bank buys dollar

Bangladesh Bank buys $353 million more from 26 banks

So far, the banking watchdog has purchased $1.74 billion in the current fiscal year

1h ago