টাঙ্গাইলে পরীমনির যাওয়ার ঘোষণায় আপত্তি, হলো না শোরুম উদ্বোধন

পরীমনি। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের এলেঙ্গায় একটি বিপণিবিতান উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমনির যাওয়ার কথা ছিল। এই খবর তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তবে হেফাজতে ইসলামসহ স্থানীয় কিছু সংগঠন পরীমনির আসার বিরোধিতা করে প্রচারণা শুরু করে। তাদের আপত্তির মুখে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

গতকাল শনিবার বিকেলে এলেঙ্গার টিন মার্কেটের 'অথেনটিক প্রোডাক্ট হারল্যান স্টোর' নামের ওই বিপণিবিতান উদ্বোধন করতে আসার কথা ছিল পরীমনির। তার আসার কথা জানিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে প্রচার চালিয়েছে প্রতিষ্ঠানটির মালিক। কিন্তু গত দুই-তিন দিন ধরে হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কিছু সংগঠন পরীমনির আসার বিরোধিতা করে কর্মসূচির ঘোষণা দেন। এ কারণে আর অনুষ্ঠানটি হয়নি।

বিপণিবিতানের মালিক মীর মাসুদ রানা সাংবাদিকদের জানান, 'পরীমনি উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিল। কিন্তু স্থানীয় ওলামাদের একজন ফোন করে জানান, পরীমনি আসলে সমস্যার হবে। আমি সবার সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।'

হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুব-বিষয়ক সম্পাদক মুফতি সুলাইমান হাবিব ডেইলি স্টারকে বলেন, 'এলেঙ্গা বাসস্ট্যান্ডে শোরুম উদ্বোধনের জন্য পরীমনি আসার কথা ছিল, তবে স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ কিছু ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলি। তিনি আমাকে অনুষ্ঠান স্থগিত করার কথা নিশ্চিত করেছেন।'  

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, 'অনুষ্ঠানটির ব্যাপারে ওই দোকানের কর্তৃপক্ষ জেলা প্রশাসকসহ অমার অনুমতি নিয়েছিল। তবে অনুষ্ঠানটি স্থগিতের ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। বিষয়টি আমি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি।'

কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, 'অনুষ্ঠানটির ব্যাপারে আমাদের জানানো হয়েছিল। তারাই আমাদেরকে অনুষ্ঠান স্থগিত করার কথা জানিয়েছেন।'

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

6h ago