গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোর অধিকার আদায়ে শাহবাগে অবস্থান

ছবি: প্রবীর দাশ/স্টার

জুলাই-আগস্টে সংঘটিত রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ব্যক্তি ও শহীদ পরিবারগুলোর অধিকার আদায়ের জন্য বিভিন্ন দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে।

আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অভ্যুত্থানে আহতদের পাশাপাশি কয়েকটি শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য অংশ নিচ্ছেন।

কর্মসূচি থেকে আন্দোলনে আহত ও নিহতদের বিষয়ে সরকারের যেকোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আহত ও শহীদ পরিবারগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, রাষ্ট্রীয় খরচে দেশে-বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে আজীবন চিকিৎসার খরচ বহন করা, হত্যকাণ্ডের জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া আহত ও শহীদ পরিবারগুলোর নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রণয়ন, আহতদের পুনর্বাসনে গণঅভ্যুত্থান কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, চাকরির ব্যবস্থা করা এবং শহীদ পরিবারগুলোকে এককালীন এক কোটি ও আহতদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়।

Comments

The Daily Star  | English

NBR activities disrupted as officials continue work abstention

This marks the ninth day of protests since the interim government issued the ordinance on May 12

1h ago