প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে বাধা, ইন্টারকন্টিনেন্টালের সামনে অভ্যুত্থানে আহতদের অবস্থান

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। ছবি: নাইমুর রহমান/স্টার

সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা অবস্থান নিয়েছেন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে।

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রার সময় বাধার মুখে পড়ে তারা শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে বিক্ষোভকারীদের যেতে বাধা দেয় পুলিশ। ছবি: নাইমুর রহমান/স্টার

এর আগে আজ রোববার এসব দাবি পূরণে শিশুমেলা মোড় অবরোধ করে সরকারের লিখিত আশ্বাস চেয়ে বিকেল ৪টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন তারা। দিনভর তারা মিরপুর রোডের শিশুমেলা মোড় অবরোধ করে রাখেন।

এরপর সন্ধ্যায় তারা মিরপুর রোড থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। রাত সাড়ে ৭টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা সেখানেই বসে বিক্ষোভ শুরু করেন।

এ সময় বিক্ষোভকারী আমিনুল ইসলাম ইমন সাংবাদিকদের বলেন, 'গতকাল রাত থেকে আমরা সড়কে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি আমাদের সঙ্গে দেখা করা তো দূরের কথা, ন্যূনতম সহানুভূতিও দেখাননি। অথচ জুলাই আন্দোলনে নিহত ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এসেছে।'

রাত সাড়ে ১০টার দিকেও বিক্ষোভকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে স্লোগান দিতে থাকেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে থাকবেন বলে ঘোষণা দেন।

 

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

52m ago