মোহাম্মদপুর থেকে নিখোঁজ সেই শিশুকে পাওয়া গেছে নওগাঁয়

Naogaon MAP_DS
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় নিখোঁজ ১১ বছরের সেই শিশুকে আজ নওগাঁয় পাওয়া গেছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান বলেন, 'শিশুটি তার বন্ধুর আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।'

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, 'শিশুটিকে উদ্ধারের জন্য তার পরিবার নওগাঁয় যাচ্ছে।'

মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ১১ বছরের শিশুটি। রোববার সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সে। এরপর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে 'নিখোঁজ' হয়।

এ ঘটনায় সোমবার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা। এরপর তাকে খুঁজতে কাজ শুরু করে পুলিশ।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

1h ago