গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর মিলল ব্যবসায়ীর মরদেহ

নিহত মিজান মোল্লা। ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়ার ২১ দিন পর গোপালগঞ্জ সদর উপজেলার একটি কবরস্থান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার খাগাইল গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। 

নিহত মিজান মোল্লা (৪৮) উপজেলার ঘোষেরচর মাস্টারপাড়া গ্রামের হারেজ মোল্লার ছেলে। তিনি মোবাইল ফোনের ব্যবসা করতেন।

ওসি শাহ আলম বলেন, গত ৮ নভেম্বর মিজান মোল্লা নিখোঁজ হন। ১০ নভেম্বর তার স্ত্রী থানায় এসে প্রথমে অভিযোগ করেন। ঘটনাটি অপহরণ নিশ্চিত হওয়ায় ১৫ নভেম্বর গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। ১৮ নভেম্বর মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। 

তিনি বলেন, রিমান্ডে জাহিদুলের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় অনুসন্ধান চালিয়ে আজ খাগাইল গ্রামের কবরস্থানে মাটিচাপা দেওয়া অবস্থায় মিজান মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডে জাহিদুলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের স্ত্রী জামিলা ইসলাম ডেইলি স্টারকে বলেন, আমার স্বামী ও জাহিদ একসঙ্গে মোবাইল ফোনের ব্যবসা করতেন। তাদের মধ্যে প্রায় ২০ লাখ টাকার লেনদেন ছিল। কিছুদিন আগে আমি জানতে পারি, জাহিদ আমার স্বামীকে না জানিয়ে দোকান বিক্রি করে দিয়েছেন এবং পাওনা টাকা ফেরত দিচ্ছেন না। পরে জাহিদ জানান, খাগাইল গ্রামে তার জমি আছে, সেগুলো বিক্রি করে টাকা শোধ করবেন।

তিনি আরও বলেন, ৮ নভেম্বর রাতে জাহিদ ফোন করে আমার স্বামীকে খাগাইলে টাকা নিতে ডেকে নেয়। সেই রাতেই তিনি নিখোঁজ হন। 

জামিলা ইসলাম বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন আমরা একটাই চাওয়া মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে যেন এই হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

19h ago