চট্টগ্রামের চকবাজার থানা থেকে এএসআইর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চকবাজার থানা থেকে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার থানা ভবনের তৃতীয়তলার ফোর্স ব্যারাকের বাথরুম থেকে অহিদুর রহমান নামে ওই পুলিশ সদস্যের দেহ পাওয়া যায়।

অহিদুরের বাড়ি নোয়াখালী। সম্প্রতি অহিদুর রহমান বরিশাল থেকে বদলি হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) যোগ দিয়েছিলেন। তার স্ত্রী ও দুই মেয়ে এখনও বরিশালেই থাকেন। সহকর্মীদের ভাষ্য, পরিবার থেকে দূরে থাকা এবং বরিশালে ফেরার আবেদনে অনুমোদন না মেলায় তিনি কয়েক সপ্তাহ ধরে মানসিক চাপে ছিলেন।

সিএমপি দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) আলমগীর হোসেন জানান, শনিবার রাতের ডিউটি শেষে রবিবার সকালে ব্যারাকে ফিরে অহিদুর গোসল করতে বাথরুমে যান। দীর্ঘ সময় দরজা না খোলায় ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, অহিদুর বরিশালে ফিরে যাওয়ার জন্য একটি অফিসিয়াল আবেদন করেছিলেন, কিন্তু তা অনুমোদিত হয়নি। পরিবার থেকে দূরে থাকা বা আবেদন প্রত্যাখ্যান—এসব কারণে তিনি মানসিকভাবে প্রভাবিত হয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিয়ম অনুযায়ী মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

16h ago