মামলা বন্ধ ও পার্কিং প্লেসের দাবিতে সড়ক আটকে অটোরিকশাচালকদের বিক্ষোভ

স্টার ডিজিটাল গ্রাফিক্স

মামলা দায়ের বন্ধ ও নির্দিষ্ট পার্কিং প্লেসের দাবিতে বন্দর নগরী চট্টগ্রামে বিক্ষোভ করেছেন অটোরিকশা (ম্যাক্সিমা) চালকরা।

আজ রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর কোতোয়ালী মোড়ে বেশ কিছু অটোরিকশা রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে বিক্ষোভ করেন তারা। এতে  লালদীঘি ও কোতোয়ালীর মধ্যে যান চলাচল বন্ধ থাকে।

অটোরিকশাচালক আনোয়ার হোসেন জানান, তারা নিয়মিত কোতোয়ালী থেকে চকবাজার রুটে অটোরিকশা চালান। তারপরও যাত্রী তুলতে-নামাতে বিভিন্ন স্থানে দাঁড়ালেই মামলা দেওয়া হয়।

তার অভিযোগ, কোতোয়ালী এলাকায় নির্দিষ্ট কোনো পার্কিং প্লেস নেই। ফলে রাস্তায় গাড়ি পার্কিং করার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

আরেক চালক জসিম উদ্দিন দাবি করেন, 'লাইসেন্স, গাড়ির ট্যাক্স টোকেন এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশ মামলা করে, টাকা নেয়।'

'এই হয়রানি বন্ধ হওয়া দরকার। কর্তৃপক্ষের উচিত নির্দিষ্ট পার্কিং প্লেস স্থাপন করা,' যোগ করেন তিনি।

কোতোয়ালী ও চকবাজার রুটে অর্ধশতাধিক অটোরিকশা নিয়মিত চলাচল করে।

তবে পুলিশি হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মারিফুল করিম।

গণমাধ্যমকর্মীদের তিনি আরও বলেন, যেকোনো সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।

Comments

The Daily Star  | English

Mirpur factory fire: Owner of chemical warehouse still at large

He is accused of negligence leading to the deaths of 16 workers in a devastating fire

32m ago