তদন্তই যেখানে শেষ হয়নি, রায়ের প্রসঙ্গ কীভাবে আসে: আইসিটি চেয়ারম্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিটিআরসি, গণঅভ্যুত্থান,

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন তিন থেকে চারটি মামলার রায় অক্টোবরের মধ্যে শেষ হবে বলে যে মন্তব্য করা হয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার ট্রাইব্যুনালের কার্যক্রম চলাকালে চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা প্রশ্ন রাখেন, কোন তারিখে এবং কখন কী রায় দেওয়া হবে? তদন্তই যেখানে শেষ হয়নি, সেখানে রায়ের প্রসঙ্গ কীভাবে আসে?

তিনি বলেন, আমরা এগুলো (এই মন্তব্য) শুনব না। পরবর্তীতে এ ধরনের মন্তব্য করা হলে ট্রাইব্যুনাল সেটাকে গুরুত্বের সঙ্গে নেবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি রাষ্ট্রপক্ষকে এ ধরনের মন্তব্যকারীদের সতর্ক করতে বলেন।

তখন আইসিটি প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম ট্রাইব্যুনাল চেয়ারম্যানকে জানান, বার্তাটি সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার মধ্যে তিন থেকে চারটির রায় চলতি বছরের অক্টোবরের মধ্যে পাওয়ার আশা করা যাচ্ছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

21m ago