হাইকোর্টের রায় স্থগিত, চ্যানেল ওয়ানের সম্প্রচারে আইনি বাধা নেই

দূষণে আমরা আতঙ্কিত: হাইকোর্ট
সুপ্রিম কোর্টের ফাইল ছবি

বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ানের কার্যক্রম পুনরায় শুরু করতে আর কোনো বাধা নেই।

আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১০ সালে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া সংক্রান্ত বিটিআরসির সিদ্ধান্তকে বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন।  

বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে চ্যানেল ওয়ানের মালিক গিয়াস উদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের শুনানি শেষে এই আদেশ দেন।

চ্যানেল ওয়ানের পক্ষের আইনজীবী পলাশ চন্দ্র রায় দ্য ডেইলি স্টারকে বলেন, সুপ্রিম কোর্টের আদেশের পর চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি পেতে এবং কার্যক্রম পুনরায় শুরু করতে আর কোনো আইনি বাধা নেই।

চ্যানেল ওয়ানের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

২০১০ সালের ২৭ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেল ওয়ানকে ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়।

পরবর্তীতে, চ্যানেল কর্তৃপক্ষ বিটিআরসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।

বন্ধ হয়ে যাওয়ার প্রায় ১৫ বছর পর, চলতি বছরের ২৩ জানুয়ারি, চ্যানেল ওয়ানকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago