জামিল আহমেদের বলা অনেকগুলা কথা পুরো সত্য নয়: ফারুকী

ফারুকী ‘শঙ্কামুক্ত’, আছেন নিবিড় পর্যবেক্ষণে
মোস্তফা সরয়ার ফারুকী। স্টার ফাইল ফটো

শিল্পকলা একাডেমিতে স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। একাডেমির কাজে মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপের অভিযোগ এনে মঞ্চে প্রকাশ্যে ইস্তফা দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে কথা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী ফেসবুকে লিখেছেন, 'আপাতত বলে রাখি, উনার (সৈয়দ জামিল আহমেদ) বলা অনেকগুলা কথা পুরো সত্য নয়, অনেকগুলা কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল (মোকাবিলা) না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে।'

ফারুকী আরও লিখেছেন 'ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুইটা দুইরকম আর্ট। দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে, সেটার সাথে কোনো একটা থিয়েটার দলে নির্দেশনা দেয়ার টেম্পারামেন্ট এক না। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি, একটা সরকারি প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না।'

সৈয়দ জামিল আহমেদের গুণমুগ্ধ ভক্ত উল্লেখ করে তিনি লিখেছেন, আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না কারণ তাতে আমাকে এমন কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে। আমি চাচ্ছিলাম না কারণ আমি তাকে শ্রদ্ধা করি। কিন্তু ফর রেকর্ডস আমাকে আসলে এগুলো বলতেই হবে। আজকে আমাদের অনেকগুলা কাজ আছে। এটা শেষ করে সময় পেলে লিখব।'

Comments

The Daily Star  | English

Election in first half of April 2026

In his address to the nation, CA says EC will later provide detailed roadmap

14h ago