ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ছাত্র ফেডারেশনের কাফন মিছিল

রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মিছিল শুরু হয়। ছবি: পলাশ খান/স্টার

দেশে সংঘটিত নারী নিপীড়ন, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কাফন মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হকের সঞ্চালনায় মিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলের আগে সমাবেশে বক্তব্যে নেতারা বলেন, 'সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ-নারী নিপীড়ন জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। অন্তবর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব বলে জনগণ বিশ্বাস করে না। তাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৯ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে পুলিশি হামলার বিচার দাবি করছি।'

পুলিশের মামলায় অভিযুক্ত ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, 'স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের স্পষ্ট অবস্থান জনগণের সামনে প্রকাশ করতে হবে। তারা পদত্যাগ চান কি না, না চাইলে কেন চান না, তা জনগণের জানার অধিকার আছে।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago